ওমর ফারুক

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশের হয়ে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ বিশ্বকাপের ভেন্যু এবং ভারতের চিত্তাকর্ষক পারফরম্যান্সকে তাদের পরবর্তী বিশ্বকাপ ম্যাচে তাদের বিপক্ষে ভালো পারফর্ম করার কারণ হিসেবে উল্লেখ করেছেন।

তাই ভারতের খেলা সবাই দেখছে। ভারতের সঙ্গে যদি ভালো খেলি, তাহলে সেটা অবশ্যই আমার এবং দলের জন্য দারুণ।’ভারতের বিপক্ষে দারুণ পরিসংখ্যান মিরাজের। ৬ ম্যাচে ব্যাট করে ৫৭ গড়ে করেছেন ২২৮ রান।সেঞ্চুরি আছে একটি।

একজন অভিযোজিত ওপেনার হিসেবে যিনি বিশ্বকাপে টপ সাইডে খেলতে পারেন, মিরাজ স্কোয়াডের চাহিদা পূরণ করতে নিয়মিত ব্যাটিং অর্ডার পরিবর্তন করেছেন। স্কোয়াডের চাহিদা বিবেচনায় নিয়ে তিনি মনে করেন যে কোনো পজিশনে ব্যাট করতে তিনি সবসময় প্রস্তুত।