
শাওন আহমেদ সা'দ মাধবদী (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে ৬০ কোরআন খতম,দোয়া ও আলোচনার মাধ্যমে উৎযাপন করা হয়।
গত বুধবার ( ১৮ অক্টোবর) সন্ধ্যা ৮ঃ৩০ টায় মাধবদী সোনালী টাওয়ারে নরসিংদী সদর-১ আসনের আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ আওয়ামীলীগ শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য আলহাজ্ব আলী হোসেন শিশির( সিআইপি) এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জামিয়া ইসলামিয়া দারুল উলুম দর্গাবাড়ি মাদ্রাসা ও এতিমখানার প্রায় ৮০ জন হেফজখানার ছাত্র ও শিক্ষক,পাশাপাশি অংশগ্রহণ করেন ছাত্রলীগ,শ্রমিকলীগ,স্বেচ্ছাসেবকলীগ সহ অন্যান্য সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
এ সময় উপস্থিত হেফজখানার ছাত্ররা প্রায় ৬০টি কোরআন খতম করেন,কোরআন খতম শেষে শেখ রাসেল সহ বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
পাশাপাশি আলোচনা সভায় আলী হোসেন শিশির তাঁর বক্তব্যে বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে আমি তাকে গভীর ভালোবাসায় স্মরণ করি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি।’বঙ্গবন্ধু কনিষ্ঠ পুত্র শেখ রাসেল যদি ১৫ই আগস্ট ঘাতকদের হাতে শহিদ না হত,আজ তিনি ৬০ বছরে পদার্পন করতেন,সেদিন শিশু রাসেলকেও ঘাতকরা বাঁচতে দেননি, সেদিনের কথা স্মরণ করে আমরা দুঃখ প্রকাশ করি,একই সঙ্গে বঙ্গবন্ধু পরিবারের শহিদ হওয়া সকল সদস্যদের জন্য দোয়া করি।
দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে খাবার পরিবেশন করা হয়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.