ওমর ফারুক
স্বাস্থ্য ডেস্ক:
চলতি বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ২০৬ জনের মৃত্যু হয়েছে।বুধবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ঢাকায় তিনজন ও সারাদেশে ১৩ জন। এছাড়াও, দুই হাজার ৪৯৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে ঢাকায় ৫৭৪ এবং সারা দেশে এক হাজার ৯২১ জন।
গত ২৪ ঘন্টায়, দেশে ২ হাজার ৪০৪ জন ডেঙ্গু রোগী এই রোগের রিপোর্ট করেছেন, যার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৫১৩ জন এবং বর্ণদেশের ১ হাজার ৮৯১ জন। উপরন্তু, বছরে ডেঙ্গুর কারণে এক হাজার ২০৬ জন মারা গেছে।
চলতি বছরের ১৮ অক্টোবর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৭ হাজার ১৯৩ জন। তাদের মধ্যে ঢাকাতে ৯৩ হাজার ৬৭৯ জন ও সারাদেশে এক লাখ ৫৩ হাজার ৫১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

