
মোঃ মাসুদ রানা.সিরাজগঞ্জ প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ সরকারের ১৪ বছরের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) বিকেলে কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত উঠান বৈঠক ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-২ আসনের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল ওয়াদুদ নাসির, জেলা আওয়ামীলীগের সদস্য মিজানুর রহমান দুদু,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন, সাংগঠনিক সম্পাদক রাসেল শেখ,জেলা মৎস্যজীবীলীগের সভাপতি আলী আহমেদ টুংকু, আব্দুল্লাহ, জুয়েল রানা বিজয়, ঝাঐল ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি সেলিম রেজাসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় তিনি সিরাজগঞ্জের উন্নয়নচিত্র তুলে ধরে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সিরাজগঞ্জে ব্যাপক উন্নয়নমূলক কর্মকান্ড হচ্ছে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শহরের শিয়ালকোলে ৫শ’ শয্যা বিশিষ্ট শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল নির্মাণ করা হয়েছে।
যোগাযোগ ব্যবস্থা সহজতর করতে বঙ্গবন্ধু রেলওয়ে সেতু নির্মাণ করা হচ্ছে। ব্যবসা বাণিজ্যের প্রসার ও বেকার সমস্যা দুরীকরনে শিল্পপার্ক ও ইকোনোমিক জোন নির্মাণ হচ্ছে।
এছাড়াও সিরাজগঞ্জের সকল রাস্তঘাট ও মহাসড়কে যেন যানজট না হয় সেজন্য ফোরলেন মহাসড়ক নির্মাণ করা হচ্ছে। তিনি উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারো নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার আহবান জানান।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.