
আশিকুল ইসলাম, বেলকুচি প্রতিনিধিঃ
ফিলিস্তিনের গাজায় ইজরায়েলী বিমান বাহিনীর নির্বিচারে বোমা হামলা ও ফিলিস্তিনের ভূখণ্ডে ইজরাইলি গণহত্যার প্রতিবাদে, সিরাজগঞ্জের বেলকুচিতে শুক্রবার (২০ অক্টোবর) বাদ জুমা, চন্দনগাঁতী গ্রামের সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়, বেলকুচি পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ফজলুর রহমান ফজল এর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, এমএ মোনায়েম সরকার, মোঃ আল আমিন সরকার সহ চন্দনগাঁতী গ্রামের সর্বস্তরের তৌহিদী জনতা।
মিছিল টি চন্দনগাঁতী থেকে শুরু হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুকুন্দগাতী করীতলা গিয়ে,সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.