
হারুন শেখ, রামপাল প্রতিনিধি:
বাগেরহাটের রামপালে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর বর্বরচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২০ অক্টোবর) বাদ জুম্মা ওলামায়ে কেরাম পরিষদ রামপালের উদ্যোগে ৬ শতাধিক ধর্মপ্রাণ মুসলমানেরা একত্রিত হয়ে শ্রীফলতলা ঈদগাহ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি রামপাল থানার সামনে গিয়ে শেষ হয়।
এরপর থানা মোড়ে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়৷ প্রতিবাদ সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শ্রীফলতলা নিউ মার্কেট জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ গোলাম ইয়াছিন রাজু, ফারাজি জাকির হোসেন, মাওলানা আবু দাউদ, আলহাজ্ব শেখ আহম্মদ আলী হাফেজ আব্দুল্লাহ ও হাফেজ হুমায়ুন কবির, হাফেজ হযরত আলী, মাওলানা আঃ রহমান এসময় অন্যান্যদের উপস্থিত ছিলেন ক্বারী আঃ রব, মাওলানা ইউনুস আলী, হাফেজ রবি, মোঃ রকিবুল ইসলাম, আরাফাত সরদার, কাজী মেহেদী, বোরহান ফারাজী, অত্র অঞ্চলের ধর্মপ্রান মুসলমানেরা।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.