
মো. শাহাদাত হোসেন, শরণখোলা(বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের শরণখোলা কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস)এর উদ্দে্যাগে দুই দিন ব্যাপি জুনিয়র হাইস্কুলের জন্য দূর্যোগ প্রশমন বিষয়ক ড্রিলিং প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
১৮ ও ১৯ অক্টোবর উপজেলা সদর রায়েন্দার উপজেলা পরিষদ সংলগ্ন টিটিএন্ডডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ১৯ অক্টোবর বিকালে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মশালার শেষ হয়।
১৮ অক্টোবর বিকালে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম শামিম প্রাধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিটিএন্ডডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অডিটরিয়ামে এ কর্মশালার উদ্ভোধন করেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন টিটিএন্ডডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার। দুই দিন ব্যাপি এ কর্মশালা পরিচালনা করেন সি আই এস এর প্রজেক্ট অফিসার মোঃ গোলাম রসুল।
অত্র কর্মশালায় সহযোগীতা করেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স শরণখোলার সদস্য বৃন্দ।
উক্ত কর্মশালায় সাইক্লোন, ভূমিকম্প, বজ্রপাত, অগ্নিকান্ডসহ বিভিন্ন দূর্যোগে শিক্ষার্থীদের করনিয় বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়। বাসায় ব্যবহৃত সিলিন্ডারের আগুন লেগে গেলে কি করতে হবে এ বিষয়ে বাস্তব প্রশিক্ষণ দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম শামিম অত্র কর্মশালায় অংশগ্রহণ করে শিক্ষার্থীদের উদ্ভুদ্ধ করেন এবং অত্র প্রশিক্ষনের অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগের আহবান জানান।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.