
নিউজ ডেস্ক:
শনিবার(২১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্রী পার্টি আয়োজিত এক সেমিনারে ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, আমেরিকার ভাব দেখে মনে হয় তারাই যেন গণতন্ত্রের ধারক-বাহক, তারা যেন পূতপবিত্র।
মেনন বলেন, আমেরিকা নিজের দেশের নির্বাচন নিয়ে হিমশিম খাচ্ছে। বাইডেনের এক ছেলেকে দুর্নীতির দায়ে জিজ্ঞাসাবাদের শিকার হতে হয়েছে। অথচ, আমাদের দেশে নির্বাচন নিয়ে আমেরিকা এমন ভাব করছে মনে হচ্ছে তারা যেন পূতপবিত্র।
তিনি বলেন, মার্কিন দূতাবাস যেন কোনো রাজনৈতিক দলের অফিস। সেখান থেকেই মনে হয় বার্তা আসে কোথায় কী করবে। আমাদের ওপরে স্যাংশন ও ভিসানীতি প্রয়োগ করা হয়েছে। সুতরাং প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ থেকে সমস্যার মোকাবিলা করতে হবে।
ওয়ার্কাস পার্টির সভাপতি বলেন, বর্তমানে দেশে গণতন্ত্রের ধারায় অবশ্যই কিছু ত্রুটি, ভুল-ভ্রান্তি, বৈষম্য ও অনাচার রয়েছে, সবই রয়েছে। তারপরও আমাদের সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থেকে সামনে এগিয়ে যেতে হবে।
রাশেদ খান মেনন বলেন, কয়েকদিন আগে ছাত্রশিবির মিছিল করেছে। অথচ, সেখানে তারা ফিলিস্তিনিদের পক্ষে কিংবা ইসরায়েলিদের বিপক্ষে একটি শব্দ উচ্চারণ করেনি। ফিলিস্তিন ইস্যুতে জামায়াত কিংবা বিএনপি একটি বিবৃতিও দেয়নি। অথচ তারাই নাকি ইসলামের ধারক-বাহক হিসেবে রয়েছে।
সেমিনারে গণতন্ত্রী পার্টির নির্বাহী সভাপতি অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) আহ্বায়ক রেজাউল করিম খান, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, ১৪ দলের ও প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দলের জাতীয় নেতারা উপস্থিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.