ওমর ফারুক
স্পোর্টস ডেস্ক’
দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড উভয়েই নিকৃষ্ট প্রতিপক্ষের কাছে তাদের সাম্প্রতিকতম খেলাগুলি হেরেছে। নেদারল্যান্ডসের বিপক্ষে হেরেছে দক্ষিণ আফ্রিকা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে পয়েন্ট হারিয়েছে আফগানিস্তান। আজ মুম্বাইয়ে দুই দল মুখোমুখি হয়েছিল জয়ের লক্ষ্যে।
হেনরিক ক্লাসেনের ৬১ বলের সেঞ্চুরির সঙ্গে মাক্রো ইয়ানসের ঝড়ে ৩৯৯ রানের বিশাল সংগ্রহ পেয়েছে প্রোটিয়ারা।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ইনিংসের শুরুর বলেই রিস টপল চার দিয়ে প্রথম রান করলেও দ্বিতীয় বলেই ফর্মে থাকা ব্যাটসম্যান কুইন্টন ডি কককে ক্যাচ দেন জস বাটলার।
তিন নম্বরে ভন ডের ডুসেনের সাথে, রেজা হেনড্রিকস, যিনি নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমার জন্য প্লেয়িং ইলেভেনে এসেছিলেন, দলকে ১২১ রানে দাঁড় করিয়েছিলেন। ডুসেন যখন তার অর্ধশতক ছুঁয়েছেন এবং ষাট রানে আউট হয়েছেন, তখন এই জুটি ভেঙে পড়ে।
এরপর এইডেন মারক্রামের সঙ্গে রেজার ৩৯ রানের জুটি। সেঞ্চুরির কাছে গিয়েও রেজা আউট হন ৮৫ রানে। ৭৫ বলে ৯টি চার ও ৩টি ছয় মারেন তিনি।ভারপ্রাপ্ত অধিনায়ক মারক্রাম করেন ৪২ রান।
ইংল্যান্ডের বোলারদের দুরমুশ করে মাত্র ৭৮ বলের জুটিতে দুজন যোগ করেন ১৫১ রান। এই জুটির মাঝে মাত্র ৬১ বলে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পূর্ণ করেন ক্লাসেন।

