
সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, নরসিংদী প্রতিনিধি:
বাংলাদেশে ২০১৭ সাল থেকে প্রথম রোবট রেস্টুরেন্টের যাত্রা শুরু হলেও সবচেয়ে আপডেট এবং ইন্টেলিজেন্ট রোবটের মাধ্যমে রোবটিক্স পরিসেবার শুরু নরসিংদীর হলিডে রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে। শুক্রবার বিকেলে শহরের প্রাণকেন্দ্র স্টেশন রোডে চিত্রনায়িকা অপু বিশ্বাস উদ্বোধক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে উদ্বোধন করেন দেশের প্রথম ইন্টেলিজেন্ট রোবটিক্স রেস্টুরেন্টটি।
রেস্টুরেন্ট ব্যবসায় সৃষ্টিশীলতা আনার লক্ষে ৩০লক্ষ টাকা ব্যয়ে ২টি ইন্টেলিজেন্ট রোবট আমদানি করেন রেস্টুরেন্টটির কর্ণধার আনিসুজ্জামান, দক্ষিণ কোরিয়ান এই রোবটগুলো কোনো রকম লাইন বা ট্রেক ব্যবহার না করে নিজে নিজেই স্বয়ংক্রিয় ভাবে সকল টেবিলে খাবার পরিবেশন করতে পারবে বলে দাবী তার।
তিনি আরো বলেন, নরসিংদীর বুকে আমরা সবাই যেনো গর্ব করে বলতে পারি যে নরসিংদীতে একটি ভালো এবং আধুনিক রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টের মাধ্যমে সারা বাংলাদেশের সেক্টরে যেনো একটা পরিবর্তন আসে। আমি চাই আমার এই রোবটটি দেখে আমার আশেপাশের রেস্টুরেন্ট গুলো এর থেকে আরো দামি রোবট নিয়ে আসুক। উদ্বোধনী কেক কেটে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, এসময় তিনি রেস্টুরেন্টির সফলতা কামনা করেন এবং আগামীতে চলচ্চিত্রে তার অবস্থান সম্পর্কে তুলে ধরেন তিনি।
তিনি বলেন, এখন অবশ্য ওটিটি নিয়ে আমি বেশি কিছু কাজ করছি, আমার কাছে অনেক গুলো গল্প এসেছে আমি সামনের বছর চলচ্চিত্রে কাজ করবো, তবে কিছু কিছু গল্প থাকে যা অপু বিশ্বাস রিলেটেড হতে পারে না, আশা রাখছি সামনে ভালো কাজ হবে। এদিকে নতুন রেস্টুরেন্টির রোবটের পরিসেবা দেখে আনন্দিত সবাই, আধুনিক সেন্সর যুক্ত থাকায় রোবটটির গায়ে হাত দিলে বিভিন্ন অঙ্গ ভঙ্গিতে আওয়াজ করায় মজা পাচ্ছে শিশুরাও। নরসিংদীর অত্যাধুনিক ৪তলা বিশিষ্ট এই রেস্টুরেন্টির ১ম তলায় থাকছে সকালের নাস্তা, দুপুরের খাবার সহ রাতের খাবার, ২য় তলায় লাইভ কিচেন, ফাস্টফুড, জুস বার, ৩য় তলায়ও লাইভ কিচেন এবং থাই চিকেন, এরাবিয়ান, কন্টিনেন্টাল খাবার এবং ৪র্থ তলায় পার্টি সেন্টারের ব্যবস্থা।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.