ওমর ফারুক
অরবিন্দ পোদ্দার, নলছিটি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে উপজেলার ২২টি দুর্গা পুজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ অক্টোবর শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার বিজন কৃষ্ণ খরাতি, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জনার্ধন দাস, সম্পাদক তপন কুমার দাস, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নলছিটি শাখার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অরবিন্দ পোদ্দারসহ উপজেলার ২২ টি মন্দিরের সভাপতি সম্পাদক প্রমুখ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন পূজোর এই ৫ দিন প্রতিটি মন্দিরে স্বেচ্ছাসেবক বাহিনী নিশ্চিত করতে হবে। কোন ভাবেই মন্দির প্রাঙ্গন খালি রাখা যাবে না। এরপর উপজেলা নির্বাহী অফিসার নিজ হাতে উপজেলার ২২ টি মন্দিরের সভপতি সম্পাদকদের হাতে ধর্ম মন্ত্রনালয়ের সচিব আ: হামিদ জোমাদ্দার’র দেয়া ১০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়।

