ওমর ফারুক

মোঃ তারেক মিয়া, শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি :
নামগঞ্জের শাল্লায় আগুনে পুড়ে দুটি ঘর ভস্মীভূত হয়েছে। এতে ধারণা করা হচ্ছে যে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । ২২ অক্টোবর রবিবার ১২টায় সময় উপজেলার ঘুঙ্গিয়ার গাঁও গ্রামে এই দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। কিন্তু এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে জানান ঘটনাস্থল থেকে প্রায় ১হাজার মিটার দূরে ফায়ার সার্ভিস স্টেশন রয়েছে।

এত কাছে থাকা সত্ত্বেও ফায়ার সার্ভিসের সদস্যরা আসেনি । দীর্ঘদিন যাবত ফায়ার সার্ভিসের সদস্যরা না থাকায় এলাকায় প্রায়ই আগুন লেগে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটছে। জানা যায় পুড়ে যাওয়া ঘর দুটি ডাঃ কুমুদ রঞ্জন মজুমদার ও মহিতোষ সরকারের।

এবং এই দুটি ঘরে চারটি ভাড়াটিয়া পরিবার বসবাস করে আসছিল। তবে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব,উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল-মাহমুদ ও ভাইস-চেয়ারম্যান এ্যাড: দিপু রঞ্জন দাস।

সরেজমিনে দেখা গেছে ফায়ার সার্ভিসের কার্যক্রম না পাওয়ায় স্থানীয়দের একান্ত প্রচেষ্টা ও সহযোগিতায় হাসিমিয়া দাখিল মাদ্রাসার ঘাট থেকে লাইন ধরে বালতি দিয়ে পানি নিয়ে আগুন লাগা ঘরে ছিটিয়ে প্রায় দেড় ঘন্টা পরে আগুন নেভাতে সক্ষম হন স্থানীয়রা। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব বলেন আগুনে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করেছি।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা যায় উপজেলা প্রশাসন তা করবে।