সম্পাদক

বর্ণিল পৃথিবী
লেখকঃ শাকিব হাসান

এই সে জগৎ দেখিলো সবাই,
প্রকৃতির অপরুপ রুপে হারাই।
নেইকো তাহার রূপের বড়াই।
প্রকৃতির রূপ দেখেছে যারাই,
মুগ্ধ হয়েছে যে কেবল তারাই।

ভ্রমণ পিপাসুদের দু’চোখ জোড়ায়,
জ্ঞান পিপাসুরা জ্ঞান বাড়ায়।
দেখেছে যাহারা বুঝেছে তাহারা,
স্রষ্টার মহিমা রেখেছে ‘সাহারা’।

অপরূপ সৃষ্টি এ জগৎ পারা,
তবু আছে কত অন্ধ জ্ঞান হারা।
অচেতনতায় রয়েছে তারা,
জেগে উঠো সবে নব চেতনায়।
প্রশান্তি রহিয়াছে ধরণীর মাধুর্যে।

লেখক শাকিব হাসান