ওমর ফারুক

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

শারদীয় দূর্গা পূজা মন্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ডিউটি পালন করতেছেন আনসার ভিডিপি সদস্যরা। সততা ও নিষ্ঠার সাথে অপ্রীতিকর ঘটনা রুখে দিতে দিনরাত নিরলসভাবে তাদের অর্পিত দায়িত সর্বদা পালনে প্রস্তুত রয়েছেন।

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ৬ ইউনিয়নে এবার মোট ৭৪ টি সার্বজনীন দুর্গাপূজা মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে। এই ৭৪ টি পূজা মন্ডপের নিরাপত্তা বজায় রাখতে ৪৭২ জন আনসারসহ ভিডিপির বাছাইকৃত সদস্যরা রয়েছে। তাছাড়াও পূজা উদযাপন কমিটি সেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে মন্দিরের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে ডিউটি পালন করতেছেন।

পাশাপাশি ফুলবাড়ী থানার পুলিশ সদস্যরাও প্রতিটি পূজা মণ্ডপে মণ্ডপে ঘুরে ঘুরে দায়িত্ব পালন করছেন।
উপজেলার প্রতিটি পূজা মন্ডপে আটজন অথবা ছয়জন করে নিরাপত্তার জন্য ভিডিপির সদস্যগণ রয়েছে।

উপজেলার কেন্দ্রীয় সার্বজনীন দূর্গা মন্দিরে ৬ জন পুরুষ ২ জন মহিলা মোট ৮ জন আনসার ভিডিপি সদস্য সদস্যা ও পূজাকমিটির সেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে মন্দিরের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে ডিউটি পালন করতেছেন।

ফুলবাড়ী উপজেলার শারদীয় দুর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী ভরত চন্দ্রের সাথে কথা বললে তিনি জানান,আমরা এবারে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারব।

আনসার সদস্যরা সবসময় ডিউটি করে রাতের ঘুম বাদ দিয়ে আমাদের দূর্গা মন্দিরে সর্বোচ্চ নিরাপত্তা দিতে সজাগ থাকে সবসময়। এজন্য তাদের অসংখ্য ধন্যবাদ।

ফুলবাড়ী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, আমরা সর্বদাই আমাদের আনসার ও ভিডিপি সদস্যদের দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করেছি, পাশাপাশি পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক ও ফুলবাড়ী থানা পুলিশ সদস্য গণ সর্বদাই আমাদের সহযোগিতা করছে।

ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) প্রাণ কৃষ্ণ দেবনাথ জানান,আমি আমার পুলিশ সদস্যদের দিয়ে উপজেলা সকল পূজা মন্দিরে টহল দিতেছি, যাতে কোন প্রকার অপ্রতিকর ঘটনা না ঘটে। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারে।