
রাজশাহীরাজশাহী দুর্গাপুর উপজেলা প্রতিনিধি
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ২ যুগ বর্ষ পূর্তি পালন করলেন রাজশাহী শাখা কার্যালয়। সোমবার ২৩ অক্টোবর বিকাল ৫ টায় আলুপট্টি শাখায় ঘরোয়া পরিবেশে ২যুগ বর্ষ পূর্তি উদযাপন করেন।
শাখা ব্যবস্থাপক জনাব মোঃ জহুরুল হকের আয়োজনে বর্ষপূর্তি উদযাপন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পবিত্র কোরআন তোলেয়াত করেন ফয়সল গার্মেন্টস এর মালিক আরিফ আল মাসুদ ফারুকী।
২ যুগ বর্ষপূর্তি অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন দৈনিক উপচার পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার জনাব হুমায়ুন কবীর এছাড়াও বক্তব্য দেন উত্তরোন প্রেসের মালিক জনাব সাইদুর রহমান, রাজশাহী সরকারি সিটি কলেজের ইংরেজি প্রভাষক জনাব শরিফুল ইসলাম মিলন, নিউ পাবলিকেশন এর মালিক রফিকুল ইসলাম, প্রভাতি ফার্মিসীর মালিক ডাঃ কামরুজ্জামান সহ প্রমুখ গ্রাহক বৃন্দ।
শাখা ব্যবস্থাপক জহুরুল হক বক্তব্যে বলেন " আমি সর্বাত্নক চেষ্টা করেছি গ্রাহকদের সকল প্রকার সেবা প্রদান করতে, আশা করি ভবিষ্যতে সেবার মান বৃদ্ধি করতে। শাখার সহকর্মী কর্মকর্তা কর্মচারিদের প্রতি ধন্যবাদ জানান এবং অনুরোধ জানিয়ে বলেন শাখার পরিবেশ সুন্দর রেখে এবং গ্রাহকদের সকল সেবা প্রদান করে শাখার সুনাম অটুট রাখতে"।
বক্তব্য শেষে কেক কেটে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ২ যুগ বর্ষ পূর্তি অনুষ্ঠান পালন করা হয় এবং উপস্থিত অতিথি ও গ্রাহকদের আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। উল্লেখ যে ১৯৯৯ সালের ২৪ অক্টোবর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের যাত্রা শুরু হয় এবং ২০০৯ সালে রাজশাহীতে শাখা চালু হয়।
গ্রাহকদের সেবার মান বৃদ্ধি মনোরম পরিবেশ সহ সব কিছু বিবেচনা করে ব্যাংকটির সফল পদচারণা।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.