
বিনোদন ডেস্ক:
দারদ, অনন্যা মামুনের সর্বশেষ চলচ্চিত্র, ভারতের উত্তর প্রদেশের বেনারস এবং এলাহাবাদে ২০ অক্টোবর থেকে চিত্রগ্রহণ শুরু হবে। প্রথম দিনের শুটিংয়ে সেখানে থাকবেন অভিনেতা শাকিব খান।
তবে ভিসা সমস্যার কারণে শাকিব খানসহ ১৩ জন উপস্থিত থাকতে পারেননি। তবে সর্বশেষ কথা হলো গতকাল রাতে শাকিব খানও সবার সঙ্গে ভিসা পেয়েছেন।
প্রস্তুতি শেষ করে আগামী ২৭ অক্টোবর মুম্বাইয়ে শুটিং শুরু করতে যাচ্ছেন শাকিব খান। পরিচালক অনন্য মামুন খবরটি নিশ্চিত করে জানান, সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং ছবিটির শুটিং হবে বেনারস ও এলাহাবাদের বিভিন্ন লোকেশনে।
‘দরদ’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। শাকিব খান অভিনীত এবং বাংলা, হিন্দি, তামিল এবং মালায়লাম ভাষায় মুক্তি পেতে চলেছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.