ওমর ফারুক

মো. কামাল হোসেন, জীবননগর(চুয়াডাঙ্গা) প্রতিনিধি:

চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন সুটিয়া গ্রামের জিয়াউর রহমানের স্ত্রী মোছা: তহমিনা খাতুন(২৪)-এর সিজারিয়ান অপারেশনের মাধ্যমে গত ০৪.১০.২০২৩খ্রি: যশোর আদ্বদীন হাসপাতালে একই সাথে ০২(দুই) পুত্র ও ০২(দুই) কন্যা সন্তানসহ মোট ০৪(চার) জন সন্তান জন্মগ্রহণ করে এবং শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে গতকাল পর্যন্ত যশোরে হাসপাতালেই অবস্থান করেন। নবজাতকদের চার ভাইবোনের নাম রাখা হয় যথাক্রমে ১. জুমান, ২. জুবায়ের, ৩. জুনিয়া ও ৪. জিনিয়া।

গত ২২.১০.২০২৩খ্রি: তারিখ জিনিয়া অসুস্থতার কারণে মৃত্যুবরণ করে।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব আবদুল্লাহ্ আল-মামুনের পক্ষ থেকে জাকিয়া সুলতানা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), চুয়াডাঙ্গা এবং এসএম জাবীদ হাসান, অফিসার ইনচার্জ, জীবননগর থানা, চুয়াডাঙ্গা অদ্য ২৪.১০.২০২৩খ্রি: বেলা আনুমানিক ১২:৩০ ঘটিকায় তাদের বাড়িতে উপস্থিত হয়ে পুলিশ সুপার প্রেরিত আর্থিক সহায়তা, খাদ্য ও শুভেচ্ছা সামগ্রী পৌঁছে দেন এবং নবজাতক শিশু ও মায়ের খোঁজ খবর নেন।