
মোঃ রওশন আলম, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
প্রেমের টানে এবার পাবনায় এসেছেন হারলি এবেগেল আইরিন ডেভিডসন (২০) নামের এক আমেরিকান তরুণী। পাবনার ঈশ্বরদীতে বাঙালি যুবক আসাদুজ্জামান রিজুর (২৭) সঙ্গে ঘর বেঁধেছেন তিনি।
জানা গেছে, হারলি এবেগেল আইরিন ডেভিডসন যুক্তরাষ্ট্রের কেনটাকি প্রদেশের জর্জটাউন শহরের বাসিন্দা। আর আসাদুজ্জামান রিজু ঈশ্বরদী পৌর শহরের পিয়ারাখালি মহল্লার আব্দুল লতিফের ছেলে।
তিনি (রিজু) কম্পিউটার সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার কাজের পাশাপাশি ফ্রিলান্সিং কাজ করেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.