ওমর ফারুক

শাওন আহমেদ সা’দ ( মাধবদী- নরসিংদী প্রতিনিধি)

শারদীয় দুর্গাপূজার নবমীতে আলী হোসেন শিশির নরসিংদী শহরের বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শনকালে বাগ বিতান ক্লাব আয়োজিত পুজামন্ডপে পৌঁছাতেই কয়েকজন উঠন্ত বয়সী তরুণ শিশির শিশির বলে স্লোগান দিতে লাগলো,তাঁদের মধ্যে সৌরভ চন্দ্র নামক একজনকে শিশির সম্পর্কে জিজ্ঞেস করলে,তিনি তাঁর জবাবে বলেন,আলী হোসেন শিশির শুধুমাত্র নরসিংদীর দক্ষিণ অংশে মাধবদীরই জনপ্রিয় নয়, ওনি আমাদের কাছেও অনেক জনপ্রিয় ব্যক্তি।

করোনা মহামারির সময় ওনি আমাদের ব্যবসায়ীদের জন্য অনেক অবদান রেখেছেন,সে থেকেই আমরা ওনাকে জানি।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করে নিতে নরসিংদী সদর-১ আসনের আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব আলী হোসেন শিশির (সিআইপি) নরসিংদী পৌর শহরের বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করেন।

গত ২৩ই অক্টোবর সোমবার রাত ৯ টায় নরসিংদী শহরের বাগ বিতান ক্লাব আয়োজিত পুজামন্ডপ,আনন্দময়ী সংঘ আয়োজিত মন্ডপ,সেবা সংঘ আয়োজিত দুর্গাবাড়ী পুজামন্ডপ,শীতলা বাড়ি পুজামন্ডপ,সাটিরপাড়া শ্রী শ্রী শিব মন্দির ও লোকনাথবাবার আশ্রম আয়োজিত পুজামন্ডপ,উত্তর কান্দাপাড়া বিজয়া সংসদ আয়োজিত পুজামন্ডপ, সহ কয়েকটি মন্দির পরিদর্শন করেন তিনি।

প্রতি মন্ডপে মন্ডপে তাঁকে ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানানো হয়,প্রিয় নেতাকে কাছে পেয়ে হিন্দু পাড়ায় আনন্দের উল্লাস ছিল চোঁখে পড়ার মতো,সকল মন্ডপেই তিনি আগত দর্শনার্থী,পুজারি সহ সবাইকে পুজার শুভেচ্ছা জানিয়ে বলেন,আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অতন্দ্র প্রহরী হয়ে আপনাদের পাশে আছি, কোনো দুষ্কৃতকারীর মাধ্যমে যেন সংঘাত সৃষ্টি না হয়, সে ব্যাপারে আমরা সবসময় আছি,আপনারা শান্তিপূর্ণ ভাবে উৎযাপন করুন, যেকোনো সমস্যায় আমরা আপনাদের পাশে থাকব,আর আগামী জাতীয় নির্বাচনে যেন আওয়ামীলীগ সরকার তথা মাননীয় প্রধামন্ত্রী শেখ হাসিনা সরকার পুনরায় ক্ষমতায় আসতে পারে সে জন্য সকলের কাছে প্রার্থনা কামনা করেন তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন, মাধবদী থানা ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মাসুদ রানা,নরসিংদী চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল মোমেন মোল্লা,শ্রমিকলীগ,স্বেচ্ছাসেবকলীগ,তাতীলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ।

এর আগে রবিবার (২৩ অক্টোবর) নরসিংদী সদরের মাধবদী থানাধীন বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করেন তিনি।

গত বারের তুলনায় এবার অতিরিক্ত নিরাপত্তা থাকায় শান্তিপুর্ণভাবেই সদরের সকল মন্ডপে চলছে শারদীয় উৎসব। আইনশৃংখলা বাহিনী পুলিশ, আনসারসহ উপজেলা প্রশাসন সর্বোচ্চ নজরধারী ও নিরাপত্তা বলয় তৈরী করেছেন। আনন্দময়ীর আগমনে ধনী-গরিব আবালবৃদ্ধ সকল পুজারী ও ভক্তবৃন্দের মাঝে যেন আনন্দের কমতি নেই কোন অংশেই।

বাঙ্গালী সনাতনধর্মালম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপুজার আগমনী সুর ইতিমধ্যে সকলের মাঝে বিরাজ করছে। শারদীয় এ পুজাকে কেন্দ্র করে হিন্দু ধর্মাবলম্বী সকল পুজারী ও ভক্তবৃন্দের মাঝে বিপুল আনন্দ ও উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আনন্দ ও উৎসাহ উদ্দীপনা ঘাটতি নেই বিভিন্ন সংগঠন ও সামাজিক লোকজনের মাঝেও।

শাস্ত্রমতে জানা যায়, এ বছর শরতকালে নয় হেমন্তের প্রথমে ধরাধামে দেবীর ঘোটকে আগমন এবং ঘোটকেই গমন করবেন। সমাজের সকল আসুরিক শক্তির বিনাশ সাধন করে সর্বত্র শান্তি স্থাপনের মুলমন্ত্রই হলো শারদীয় দুর্গাপূজার মুল উদ্দেশ্য।