
স্পোর্টস ডেস্ক:
সবশেষ গেল মার্চে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ছিলেন রিয়াদ। এরপর হোম এবং অ্যাওয়েতে আয়ারল্যান্ডের বিপক্ষে বাদ পড়েন তিনি। সে সময়ে নির্বাচকরা জানিয়েছিলেন, তরুণদের দেখে নিতে অভিজ্ঞ এই ব্যাটারকে বিশ্রাম দেওয়া হয়েছে।
খারাপ পারফরম্যান্সের কারণে রিয়াদকে নিউজিল্যান্ড সিরিজের জন্য ডাকা হয়, অবশেষে বিশ্বকাপ স্কোয়াডে যোগ দেওয়া হয়। বিশ্বকাপে তিনি ৪১, ৪৬ এবং ১১১ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন।
অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ কথিত শিথিলতার কারণে প্রায় বাদ পড়েছিলেন। চার মাস পর, মিডিয়ার সামান্য সমালোচনা সত্ত্বেও তিনি জাতীয় দলের জার্সিতে ফিরেছেন। বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি করার পর আরও কথা বলার ইচ্ছা প্রকাশ করেন তিনি।
রিয়াদ মিডিয়ায় সমালোচনা ও আলোচনার সম্মুখীন হয়েছেন, কিন্তু এখন সেসব নিয়ে আলোচনা করতে রাজি নন। তিনি বিশ্বাস করেন যে মাহমুদউল্লাহর মন্তব্য নিয়ে আলোচনা করার এটি সঠিক সময় নয় এবং তার লক্ষ্য দলে অবদান রাখা।
তিনি আরও যোগ করেন, আমি জানি না, হয়তো আল্লাহ শক্তি দিয়েছিলেন। আমি চেষ্টা করেছি, ফিটনেস ঠিক রেখেছি। আর আগেও বললাম, সব প্রশ্নের উত্তর এখন দেব না। সময় হলে দেব, শেষে দেব।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.