ওমর ফারুক

বিনোদন ডেস্ক:

আগামী ১০ নভেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কোক স্টুডিও বাংলা অনুষ্ঠান। এটি কোক স্টুডিও সিজন 2 এর সমস্ত পারফর্মারদের গান গাইবে।

এতে ‘সারপ্রাইজ’ হিসেবে উপস্থিত থাকবেন নগরবাউল খ্যাত মাহফুজ আনাম জেমসসহ বেশ কয়েকজন শিল্পী। তারা কোক স্টুডিওতে অতিথি শিল্পী হিসেবে কাজ করবেন।

এই কনসার্টে অভিনয় করবেন শায়ান চৌধুরী অর্ণব, বাপ্পা মজুমদার, সুনিধি নায়েক, ইসলাম উদ্দিন পালাকার, প্রীতম হাসান, হামিদা বানু, মেঘদল, ফুয়াদ লাইভ, ইমন চৌধুরী, অনিমেষ রায়, উপকূলের কন্যা ফাইরোজ নাফিজা এবং শুভেন্দু দাস।

‘কোক স্টুডিও বাংলা’র তৃতীয় সিজনের জন্য প্রস্তুত হচ্ছেন প্রযোজকরা। এর আগে কনসার্টে থাকবেন দ্বিতীয় পর্বের সংগীতশিল্পীরা।