
মুবিন বিন সুলাইমান, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
ফিলিস্তিনের ইস্যুতে পশ্চিমাদের দুমুখো আচরণ দেখেছে বিশ্ব বলেছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ।
তিনি বলেন, ফিলিস্তিনের গাজা নগরী মুসলমানদের রক্তে রঞ্জিত। তাদের খাদ্য, পানি, চিকিৎসা বন্ধ করে দেয়া হয়েছে। পৃথিবীর দুইশো কোটি মুসলমান রয়েছে। আমাদের অস্ত্র নেই, পারমাণবিক বোমা নেই। কিন্তু দুইশো কোটি মুসলমানের চারশো কোটি হাত রয়েছে। আমরা এই হাত দিয়ে ইহুদি-বেঈমান-মোনাফেকদের মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছি।"
রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা মেহেরিয়া মঈনুল ইসলাম মাদ্রাসার দুইদিন ব্যাপী বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বুধবার (২৫ অক্টোবর) মাদ্রাসা প্রাঙ্গণে বার্ষিক সভায় মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ আনাচ মাদানীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ।
মাওলানা দিলদার বিন কাশেমের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক ছিলেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা। ধর্মীয় আলোচনা করেন মুফতী মাহমুদুল হাসান বাবুনগরী, মাওলানা আজিজুল হক আল মাদানী, মাওলানা আব্দুল হক হক্কানী, মাওলানা মুহিব্বুল্লাহিল বাকী, মাওলানা সাব্বির আহমদ, মাওলানা শামসুদ্দিন আফতাব, মুফতী মিজানুর রহমান বোখারী।
এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল ইসলাম সরফী, মোহাম্মাদ জমির, মাওলানা আবুল বয়ান প্রমুখ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.