ওমর ফারুক
মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, ফুলবাড়ী
(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
বাঁচলে কৃষক, বাঁচবে দেশ- উন্নয়নে বাংলাদেশ এ শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিনামূল্যে সার ও কীটনাশক সামগ্রী ৫শ কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার শিক্ষক সমিতির হল রুমে ঢাকা ব্যাংক এর অর্থায়নে, সিনজেন্টা কোম্পানির সহযোগিতায় উপজেলার ৫০০ জন কৃষক, কৃষণীদের মাঝে সামগ্রী দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম খামারবাড়ীর উপপরিচালক কৃষিবিদ বিপ্লব কুমার মোহন্ত। ফুলবাড়ী উপজেলার সিনজেন্টা কোম্পানীর পরিবেশক গোলাম রব্বানীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ,উপজেলা কৃষি অফিসার নিলুফার ইয়াছমিন, ঢাকা ব্যাংক ম্যানেজার এস.এ.ভি.পি মনজুর মোর্শেদ, সিনজেনটা জোনাল ম্যানেজার আমিনুল ইসলাম, রিজিওনাল ম্যানেজার রমজান আলী .কৃষকের পক্ষে মজিবর রহমান প্রমূখ। পরে উপজেলার ৬টি ইউনিয়নের কৃষকের মাঝে প্রত্যেকে ৫০ কেজি সারসহ কৃষি সামগ্রী দেয়া হয়।

