
আব্দুল খালেক, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
রৌমারী উপজেলায় ৪ হাজার ৬৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্দ্যোগে ২০২৩-২০২৪ অর্থ বছরের রবি ফসল মৌসুমে চাষাবাদের উপযোগীতা ও সম্ভাবনার নিরিক্ষের আওতায় খরিপ এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ প্রণোদনা বিতরনের শুভ উদ্বোধন করা হয়েছে।
২৬ অক্টোবর বৃহুস্পতিবার সকাল ১১টায় রৌমারী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাস্তবায়নে, কৃষি অফিস কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী ইমন, উপজেলা নিবার্হী কর্মকর্তা নাহিদ হাসান খান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল কাইয়ুম চৌধরী, উপজেলা কৃষি উপ-সহকারি, সাংবাদিক ও কৃষকবৃন্দ।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ৪ হাজার ৬৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ সার বিতরণ করা হবে। এর মধ্যে ৬টি ইউনিয়ন ওয়ারী বিভাজন অনুযায়ী চলতি রবি মৌসুমে গম-৭৫০ জন, ভূট্টা-৬০০ জন, সরিষা-২৯২০ জন, সূর্যমুখী ৫৫ জন, পেঁয়াজ ৪৫ জন, মুসুর ডাল ৫০ জন ও চিনাবাদাম ১২০ জন কৃষক বীজ ও সার পাবেন।
উদ্বোধনের ১ম দিনে ৬ টি ইউনিয়নের ৩০০ জন কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণে শুভ উদ্বোধন করেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.