
মহিউদ্দিন আহমেদ রিপন, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:
লাখাই সাহিত্য পরিষদ নিবেদিত" ইতিহাস ঐতিহ্য লাখাই স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সদ্য প্রয়াত সাংবাদিক আতাউর রহমান ইমরান এর স্মরণে উৎসর্গকিত স্মরক গ্রন্থ " ইতিহাস ঐতিহ্য লাখাই -২ এর মোরক উন্মোচন অনুষ্ঠান বুধবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তন এ সাহিত্য পরিষদের সভাপতি শাহীনুর রহমান মোল্লা শাহীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ রিপন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও) নাহিদা সুলতানা, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ নুনু মিয়া।
আলোচনায় অংশ নেন পরিষদের উপদেষ্টা ও লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজ, লাখাই প্রেসক্লাব এর সিনিয়র সহসভাপতি এম এ ওয়াহেদ, আশীষ দাশগুপ্ত, মাসুদ রানা মাসুদ, ইয়াকুব হাসান অন্তর, কামরুল হাসান সুজন,।
অনুষ্টানে প্রধান অতিথি মুশফিউল আলম আজাদ ইতিহাস ঐতিহ্য গ্রন্থের মাধ্যমে আমরা আমাদের লাখাই এর অনেক অজানা তথ্য জানার সুযোগ করে দিয়েছে।বই পাঠের অভ্যাস গড়ে তুলতে হবে।বই আমাদের মনের খোরাক জোগায়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.