ওমর ফারুক
মোঃ জিয়াউল হক, নেত্রকোণা প্রতিনিধিঃ
মোঃ জিয়াউল হক, বারহাট্টা (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণা বারহাট্টা উপজেলা আসমা ইউনিয়ন মনাষ গ্রামে এই ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকালে নিহত নাজমা আক্তার উপজেলার মনাষ গ্রামের মোঃ মনির মিয়ার স্ত্রী।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, নাজমা আক্তার কে বাড়িতে রেখে কাউনাই নদীতে সে মাছ ধরতে যায় স্বামী মোঃ মনির মিয়া।কিছুক্ষণের মধ্যেই নাজমা আক্তার পারিবারিক কারনে অভিমান করিয়া প্লাস্টিকের রশি দিয়া ঘরের বাঁশের ধন্নার সাথে গলায় ফাঁস দেন।
তাদের ছেলে নাঈম (১২) বসত ঘরে আসিয়া তার মা কে ঝুলন্ত অবস্থায় দেখিয়া ডাক চিৎকার করিলে বাড়ির আশপাশের লোকজন আসিয়া নাজমা আক্তারকে ঝুলন্ত অবস্থায় দেখিতে পায় এবং তারা তার স্ত্রীকে ধর্না হইতে নামাইয়া ঘরের মেঝেতে রাখে।
পরবর্তীতে উক্ত বিষয়ে বাদী বারহাট্টা থানা পুলিশকে অবগত করলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাজমা আক্তারের লাশ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে বারহাট্টা থানার অফিসার ইন চার্জ খোকন কুমার সাহা জানান, লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

