
সুজন মাহমুদ, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম এর সার্বিক দিকনির্দেশনায় ঝিকরগাছা থানা পুলিশের অভিযানে সেপ্টেম্বর মাসে ৪টি বড় ও ৬টি ছোট স্বণের বার উদ্ধারসহ ২জন চোরাকারবারিকে গ্রেফতার করায় বৃস্পতিবার (২৬ অক্টোবর) যশোর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন জনাব সুমন ভক্ত অফিসার ইনচার্জ, ঝিকরগাছা থানা, যশোর।
সুমন ভক্ত, অফিসার ইনচার্জ, ঝিকরগাছা থানা, যশোর পুলিশ সুপারের উপস্থিতিতে যশোর জেলা পুলিশের পক্ষ থেকে স্বীকৃতি স্বরুপ সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন রেশমা শারমিন, পিপিএম, পুলিশ সুপার,পিবিআই যশোর।
এছাড়াও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ অফিসার ফোর্স এর জন্য আইজিপি কর্তৃক প্রদত্ত নগদ অর্থ পুরস্কার তুলে দেন যশোর জেলা পুলিশের অভিভাবক যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম। পুলিশ সুপার মহোদয়ের বলিষ্ঠ নেতৃত্বসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বিক নির্দেশনা এবং ঝিকরগাছা থানায় কর্মরত সকল অফিসার ফোর্সদের আন্তরিকতা, দক্ষতা ও পেশাদারিত্বের সাথে সরকারি দায়িত্ব পালন করার জন্যই তিনি শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হয়েছেন বলে মনে করেন। এজন্য তিনি সকল অফিসার-ফোর্সদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সকল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি।
এছাড়াও ঝিকরগাছা থানার এসআই (নিঃ) মোঃ মোকলেছুজ্জামানকে সেপ্টেম্বর/২০২৩ মাসে ভাল কাজের স্বকৃতি স্বরুপ যশোর জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার, যশোর। ঝিকরগাছা থানা পুলিশ ভবিষ্যতেও আইন-শৃঙ্খলা সমুন্নত রেখে জনগণকে আইনানুগ সেবা প্রদানের লক্ষ্যে বদ্ধ পরিকর।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.