সম্পাদক

হিরন মিয়া,কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:

২৭ অক্টোবর বিকেলে ৭নং মাসকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তাহের ফকিরের সভাপতিত্বে ও কেন্দুয়া উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান ভুঁইয়া জামানের সঞ্চালনায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা সরকারের অভূতপূর্ব উন্নয়নের কথা প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে তুলে ধরতে কেন্দুয়া উপজেলার ৭নং মাসকা ইউনিয়ন আওয়ামিলীগের উদ্যোগে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী ও নেত্রকোনা-৩ (কেন্দুয়া, আটপাড়ার) নৌকার মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোঃ আব্দুল মতিন। প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বলেন ২০০৬ সালে বিএনপি যখন ক্ষমতা ছেড়েছেন সেদিন গ্রামীণ অবকাঠামোতে যে বরাদ্দ ছিল আজ তা ৪০ গুণ বৃদ্ধি পেয়েছে, বাজেট বৃদ্ধি পেয়েছে ১৩ গুণ আর সেগুলো মানবতার নেত্রী শেখ হাসিনাই করেছেন।

এই শেখ হাসিনা সরকার অভূতপূর্ব উন্নয়ন ও শেখ হাসিনা সরকারের পদত্যাগ করার ষড়যন্ত্র যারা করেছেন তাদের কখনও বাংলার মানুষ বরদাস্ত করবেনা। অন্যদের মাঝে বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক হুমায়ুন কবির চৌধুরী, কেন্দুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা মোফাজ্জল হোসেন ভূঁইয়া। এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠন ও হাজারও নেতাকর্মী ও জনসাধারণ উপস্থিত ছিলেন।