
আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক কারণে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে উত্থাপিত একটি প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদে বিপুল ভোটে পাস হয়েছে।শুক্রবার আরব দেশগুলোর পক্ষে সাধারণ পরিষদের বৈঠকে প্রস্তাবটি তোলে জর্ডান। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে সাধারণ পরিষদের ১২০ সদস্য। বিপক্ষে ভোট দিয়েছে ইসরায়েল, যুক্তরাষ্ট্রসহ ১৪ সদস্য।
অন্যদিকে ৪৫ সদস্য ভোটদানে বিরত ছিল। সাধারণ পরিষদের প্রস্তাবে গাজায় যুদ্ধবিরতি, মানবিক সহায়তা, ইসরায়েলের উত্তরাঞ্চল থেকে সরিয়ে নেওয়ার আদেশ প্রত্যাহার এবং সমস্ত বেসামরিক জিম্মিকে মুক্ত করার আহ্বান জানানো হয়েছে। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি ভোটের সমালোচনা করেছেন, অন্যদিকে ইসরায়েল এটিকে "অসম্মানজনক" বলে সমালোচনা করেছে।
জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান বলেছেন যে যুদ্ধবিরতির লক্ষ্য ইসরায়েলের হাত বেঁধে রাখা, শান্তি আনা নয়। জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাবগুলোর নৈতিক গুরুত্ব রয়েছে। ৭ অক্টোবর, ইসরায়েলি বাহিনী গাজায় প্রবেশ করে, ১ হাজার ৪০০ জনকে হত্যা করে এবং দুই শতাধিক জনকে বন্দী করে। তারপর থেকে, ইসরায়েল গাজা শহরে বোমাবর্ষণ করেছে, যার ফলে সাড়ে ৭ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে, প্রাথমিকভাবে মহিলা এবং শিশু। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছে, কিন্তু রাশিয়া ও ব্রাজিলের প্রস্তাবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ভেটো দিয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.