
মোঃ মোস্তাফিজুর রহমান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে আলতাদিঘী জাতীয় উদ্যানে ৩টি উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। ২৮ অক্টোবর বেলা ১১ টায় আলতাদিঘী জাতীয় উদ্যানে ৩ কোটি ৩ লক্ষাধিক টাকা ব্যয়ে জাতীয় উদ্যানের ১ কিলোমিটার সীমানা প্রাচীর নির্মান, দর্শনার্থীদের জন্য ওয়াশব্লক ও গাইড ম্যাপ নির্মান কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি।
এ সময় তিনি নির্মানাধীন ৭০ফিট ওয়াচ টাওয়ার সহ চলমান বিভিন্ন উন্নয়ন মুলক কাজ পরিদর্শন করেন। উদ্বোধন কালে সামাজিক বনবিভাগ রাজশাহীর বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ, উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, নওগাঁর সহকারী বন সংরক্ষক মো. মেহেদীজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক ও ইতিহাসবিদ অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, রেঞ্জ কর্মকর্তা এ.কে.এম ফরহাদ জাহান, বনবিট কর্মকর্তা আনিসুর রহমান, ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, পৌর কাউন্সিলর মেহেদী হাসান, সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, এম এ মালেক, উপজেলা আ’লীগ নেত্রী তমা আকতার, কনসালটেন্ট মো. জিসান আহমেদ, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আকতার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.