
শাহীনুর আক্তার, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর বেলাব প্রেস ক্লাবের ২০২০-২০২৩ মেয়াদে কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার ( ২৮ অক্টোবর ) বেলাব প্রেস ক্লাবের সভাপতি শেখ আঃ জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান হানিফের সঞ্চালনায় ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন আলোচনা শেষে ক্লাবের নির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। এতে ভোটের মাধ্যমে ক্লাবের সহ-সভাপতি মোঃ স্বপন মাহমুদকে আহবায়ক নির্বাচিত হয়। আহবায়ক কমিটির অপর চারজন হলেন যুগ্ম সম্পাদক মোঃ মকবুল হাসান রজনী, সদস্য সচিব মোঃ রমজান আলী জুয়েল, সদস্য মোঃ বাদল মিয়া, ফয়সাল আব্দুল্লাহ। এসময় বেলাব প্রেসক্লাবের প্রিন্ট, অনলাইন ও ইলেক্টনিক মিডিয়া প্রবীণ ও নবীণ সদস্যগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.