
শাওন আহমেদ সাদ, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি:
আওয়ামীলীগের শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে, ঢাকা-সিলেট মহাসড়ক নিরাপদ রাখতে এবং ঢাকাগামী আওয়ামীলীগ নেতাকর্মীদের উৎসাহ জোগাতে শিশিরের নেতৃত্বে আওয়ামীলীগ নেতাকর্মী জড়োও হয় এবং বিএনপি জামাত নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল করা হয়।
২৮ই অক্টোবর (শনিবার) ঢাকা- সিলেট মহাসড়কের পাশে নরসিংদীর মাধবদীতে নরসিংদী সদর-১ আসনের আওয়ামীলীগ এমপি মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ আওয়ামীলীগ শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির কেন্দ্রীয় সদস্য আলী হোসেন শিশির( সিআইপি) এর নেতৃত্বে এ কর্মসূচি ও মিছিল করা হয়।
ঢাকা বায়তুল মোকাররমে দক্ষিণ গেইটে আওয়ামীলীগের শান্তি সমাবেশে যোগদান করতে নরসিংদী, ভৈরব,সিলেট সহ অত্র এলাকার বহু আওয়ামীলীগ নেতাকর্মী এ রাস্তা দিয়ে যাচ্ছে, এ সময় নেতাকর্মীদের উৎসাহ প্রদান করতে এ মিছিল ও আলোচনা সভা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে,শিশিরের নেতৃত্বাধীন মিছিলের আলোচনার বক্তব্যে মন্তব্য করে বলেছেন, ঢাকাগামী শিবপুর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সামছুল আলম ভূঁইয়া রাখিল।
এ সময় আলী হোসেন শিশির বলেন,ঢাকায় আজ আমাদের বহু আওয়ামীলীগ নেতাকর্মী জড়োও হয়েছেন,আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার অতন্দ্র প্রহরী হয়ে আমরাও আছি,বিএনপি-জামাত অগ্নি সন্ত্রাসের অপকর্ম রুখতে আমরা আওয়ামীলীগের সৈনিক হয়ে সবসসময় প্রস্তুত আছি। এছাড়াও উক্ত কার্যক্রমে অংশগ্রহণ করেন, নরসিংদী সদরের ছাত্রলীগ,শ্রমিকলীগ,স্বেচ্ছাসেবকলীগ,তাতিলীগ,ওলামালীগ ও আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ রিপোর্ট লেখা পর্যন্ত উপস্থিত সকল নেতাকর্মীকে দুপুরের খাবার খাওয়ানো হয়,এবং ঢাকাগামী আওয়ামীলীগ নেতাকর্মী ফেরত আসার আগ পর্যন্ত সকল নেতাকর্মীকে সাথে নিয়ে আলী হোসেন শিশির মাধবদী বাসস্ট্যান্ডে অবস্থান করতে দেখা যায়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.