
নুরুল কবির, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
সাতকানিয়া রাস্তার মাথা সিএনজি সমিতির সভাপতি জনাব আবুল কাসেম এর নেতৃত্বে সাতকানিয়া লোহাগাড়ার মাননীয় এমপি প্রফেসর ড আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী'র নির্দেশে আনোয়ারায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা'র জনসভায় যোগদান।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক সাঙ্গু পত্রিকার স্টাফ রিপোর্টার ও সাতকানিয়া লোহাগাড়া বার্তা সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম সবুজ, সিএনজি সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সিএনজি সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুন্নবী, সিএনজি সমিতির দপ্তর সম্পাদক মোহাম্মদ ইসমাইল ও সাতকানিয়ার বিশিষ্ট ব্যবসায়ী সমশুল ইসলাম প্রমুখ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.