ওমর ফারুক

মো: মুক্তাদির হোসেন, কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালীগঞ্জ দেশব্যাপি বিএনপি, জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি মিছিল করেছে কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের উদ্যোগে রবিবার ২৯ (অক্টোরব) বিকাল ০৪ ঘটিকার সময় কালীগঞ্জ বাসষ্টেন্ড সংলগ্ন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যলায় থেকে শান্তি ও উন্নয়ন এবং হরতাল বিরুোদ্ধী এক শান্তি মিছিলের আয়োজন করা হয়।


কালীগঞ্জপৌর আওয়ামী লীগের হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জ পৌরসভার বিভিন্ন রাস্তায় মিছিল টি প্রদক্ষিন করে, মিছিলটি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালের সামনে এক সংক্ষিপ্ত পথ সভায় টি কালীগঞ্জপৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম এর সঞ্চালনায়, পথ সভাটি অনুষ্ঠিত হয়েছে। পথ সভায় বক্তব্য রাখেন কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও কালীগঞ্জ পৌর মেয়র এস এম রবীন হোসেন।


পৌর মেয়র এস এম রবীন হোসেন তাঁর বক্তব্য বলেন আমাদের কালীগঞ্জের শান্ত আছে, কালীগঞ্জকে অশান্ত করতে যাইনে না,বিএনপি ও জামায়াত ইসলামের নেতা কর্মীদের উদ্দেশ্য তিনি আরো বলেন অতীতে কালীগঞ্জে এত উন্নয়ন মূলক কাজ কোন সরকারের আমলে হয় নি, বর্তমান সরকারের উন্নয়ন মূলক কাজ দেখে জামাত বিএনপি হিংসাত্মক ভাব দেখিয়ে রাস্তায় যাত্রী সহ গাড়ীতে পোর্টল,বোমা আগুন দিয়ে মানুষকে হয়রানী করা যাবে না,আপনাদের হুশিয়ার করে দিতে চাই,আওয়ামীলীগের উন্নায়ন মুলোক কাজকে ঠেকাতে গেলে ফলএর ফল কিন্তু ভালো হবে না।

কালীগঞ্জ উপজেলা ছাত্র লীগ, যুবলীগ,শ্রমিক লীগ স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, তাঁতী লীগসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ সমাবেশে উপস্থিত ছিলেন।


সমাবেশে বক্তারা বলেন, যারা জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করে। পেট্রোল বোমা ও আগুন দিয়ে চলন্ত গাড়ি, বাস, ট্রেন, লঞ্চ, মাইক্রো জালিয়ে দেয়, প্রধান বিচারপতির বাস ভবণে আগুন। তাদের ভয়ংকর রূপ আমরা আর দেখতে চাই না দেশবাসী বিএনপি -জামাতের দেশবিরোধী কর্মকান্ডের ব্যাপারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করে তাদের যেকোন অপতৎপরতা ঠেকাতে দলীয় নেতাকর্মীদের সদা জাগ্রত থাকতে নির্দেশনা প্রদান করেন। দেশ ও দেশের জনগণের স্বার্থে সাধারণ জনগণকে সাথে নিয়ে বরাবরের ন্যায় কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সর্বশক্তি নিয়ে মাঠে থাকবে এমন দৃঢ়তাও ব্যক্ত করেন।

হরতাল ও নৌরাজ্য ঠেকাতে বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের সভাপতি ও কালীগঞ্জে মাটি ও মানুষের নেত্রী মেহের আফরোজ চুমকি এমপির দিকনির্দেশনায় আমরা কালীগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী লীগ একত্রিত হয়ে কালীগঞ্জের উন্নয়ন মূলক কাজের আরে এক ধাপ এগিয়ে যাচ্ছে।