ওমর ফারুক
শাওন আহমেদ সা’দ, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি:
মহান স্বাধীনতার স্থপতি,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গভীর শ্রদ্ধার সাথে পুস্পাঞ্জলি অর্পণ করেন বঙ্গবন্ধু স্কোয়াড বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
গত ২৭ই অক্টোবর ২০২৩ইং শনিবার এ পুষ্পাঞ্জলি অর্পন করা হয়।
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ছাত্রনেতাদের সমন্বয়ে গঠিত এই সংগঠনের উপস্থিত ছিলেন বরিশাল ৪ এর সাবেক সংসদ সদস্য প্রার্থী, সাবেক ছাত্রনেতা এনামুল হক ইমরান,নরসিংদী সদর উপজেলা আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য ও সাবেক ছাত্রনেতা এস এম মহসিন,সুচিন্তা ফাউন্ডেশন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ এর যুগ্ম সমন্বয়ক সাবেক ছাত্রনেতা মামুন হোসাইন,চাদপুর জেলা যুবলীগের সমন্বয়ক মাসুদ রানা, বাঙলা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আলমগীর কবির, খিলক্ষেত থানা ছাত্রলীগের সাবেক সদস্য রাজিব চন্দ্র সুত্রধর, সাবেক ছাত্রনেতা নিতাই চন্দ্র সাহা, সাবেক ছাত্রনেতা ইমরান আমিন, সাবেক ছাত্রনেতা সোয়াইব রাব্বি,সাবেক ছাত্রনেতা রবিউল করিম কনক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মুজিববাদ, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা এই তিন মূলমন্ত্র ধারন করে বঙ্গবন্ধু স্কোয়াড বাংলাদেশ পথ চলা, নেতৃবৃন্দরা বলেন বঙ্গবন্ধুর চেতনায়, স্বাধীনতার পক্ষে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক মতাদর্শে আমরা ঐক্যবদ্ধ ও আপোষহীন।
সকল অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদ সহ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষে কাজ করাই এখন আমাদের মূল লক্ষ্য।

