
মো. সেলিম মিয়া ময়মনসিংহ (ফুলবাড়িয়া) প্রতিনিধি: দেশব্যাপি বিএনপি, জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগ। গত রবিবার ২৯ (অক্টোরব) সকাল ১০ টায় আলম এশিয়া বাস টার্মিনালে শান্তি ও উন্নয়ন সমাবেশ আয়োজন করেছে।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. ইমদাদুল হক সেলিম, সহ সভাপতি ও পৌর মেয়র গোলাম কিবরিয়া, সহ সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, যুগ্ম সম্পাদক আবু কায়সার মিলন, দপ্তর সম্পাদক সাংবাদিক আব্দুল আজিজ, উপজেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক এ টি এম মহসিন শামীম, মামুনুর রশীদ মামুন, মোশাররফ হোসেন, উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ, তাঁতী লীগসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ সমাবেশে উপস্থিত ছিলেন।সমাবেশে বক্তারা বলেন, যারা জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করে।

পেট্রোল বোমা ও আগুন দিয়ে চলন্ত গাড়ি, বাস, ট্রেন, লঞ্চ, মাইক্রো জালিয়ে দেয়, প্রধান বিচারপতির বাস ভবণে আগুন। তাদের ভয়ংকর রূপ আমরা আর দেখতে চাই না দেশবাসী।
বিএনপি জামাতের দেশবিরোধী কর্মকান্ডের ব্যাপারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করে তাদের যেকোন অপতৎপরতা ঠেকাতে দলীয় নেতাকর্মীদের সদা জাগ্রত থাকতে নির্দেশনা প্রদান করেন।
দেশ ও দেশের জনগণের স্বার্থে সাধারণ জনগণকে সাথে নিয়ে বরাবরের ন্যায় ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগ সর্বশক্তি নিয়ে মাঠে থাকবে এমন দৃঢ়তাও ব্যক্ত করেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.