ওমর ফারুক
শাওন আহমেদ সা’দ, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি:
বিএনপি জামাতের দেওয়া হরতালকে প্রত্যাখ্যান করে শান্তি মিছিল করেছেন নরসিংদী সদর-১ আসনের আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামীলীগ শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব আলী হোসেন শিশির (সিআইপি) ।
২৯ই অক্টোবর রবিবার ২০২৩ইং নরসিংদী সদরের মাধবদী বাসস্ট্যান্ডে বেলা ১২ টায় এ মিছিল হয়।
মিছিলে অংশগ্রহণ করেন মাধবদী শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মাধবদী পৌরসভার মেয়র আলহাজ্ব মোশাররফ হোসেন প্রধান মানিক, মাধবদী থানা ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মাসুদ খান অপূর্ব সহ শ্রমিকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ,তাতীলীগ,আওয়ামীলীগের অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মিছিল শেষে মাধবদী বাসস্ট্যান্ড দাঁড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে, আলী হোসেন শিশির (সিআইপি) বলেন,বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাসের রাজনীতি, তাঁদের দেওয়া হরতাল আমরা মানি না,যদি তাঁরা হরতালের নামে সাধারণ মানুষে কোনো ক্ষয়ক্ষতি কিংবা গাড়িতে আগুন দেয় তাহলে আমরা নরসিংদীর মাধবদী থেকে প্রতিহত করব,নরসিংদীর মাটিতে কাওকে অরাজকতা করতে দেব না,আওয়ামীলীগের সৈনিক হয়ে আমরা মাঠে আছি ইনশাআল্লাহ।
একই প্রসঙ্গে মাধবদী পৌরসভা মেয়র ও মাধবদী শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোশাররফ হোসেন প্রধান মানিক বলেন,আমরা মাধবদী শহর আওয়ামীলীগের পক্ষ থেকে মাঠে আছি,বিএনপি জামাতের হরতাল আমরা মানি না,তাঁদের যেকোনো অগ্নি সন্ত্রাস ঠেঁকাতে আমরা মাঠে আছি ইনশাআল্লাহ।
সারাদেশে বিএনপি, জামায়াতে ইসলামীসহ কয়েকটি বিরোধী দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে।নরসিংদীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী,সকাল থেকেই মাধবদী বাসস্ট্যান্ডে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকতে দেখা গেছে। তবে সড়কে যানবহণ খুবই কম।
রোববার (২৯ অক্টোবর) ভোর ৬টা থেকে শুরু হওয়া হরতাল চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
হরতাল শুরু হলেও এখন পর্যন্ত এর সমর্থনে মিছিল-সমাবেশের কোনো খবর পাওয়া যায়নি।

