
সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন শাখা কর্তৃক একশত জন জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি পরিক্ষার্থীকে কৃতি সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার সকালে নরসিংদী প্রেসক্লাবের মিলনায়তনে সংগঠনের নরসিংদী জেলা শাখার সদ্য বিদায়ী সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইন্সটিটিউট নির্বাহী কাউন্সিল সদস্য অমিয় প্রাপন চক্রবর্তী অর্ক, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ও নকশিস সভাপতি ড. মশিউর রহমান মৃধা। এসময় অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন নরসিংদী প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস নরসিংদীর উপ সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি ও আইডিয়াল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মঞ্জিল এ মিল্লাত, প্রেসক্লাব কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি সুমন রায় প্রমুখ।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা, পরে আগামী ২বছরের জন্য নরসিংদী জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও সংগঠনের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিয় প্রাপন চক্রবর্তী অর্ক। নবগঠিত কমিটিতে সভাপতি পদে জান্নাতি বেগম এবং সাধারণ সম্পাদক হিসেবে শহিদুল ইসলাম সৌরভকে দায়িত্বভার দেওয়া হয়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.