ওমর ফারুক

নুরুল কবির,সাতকানিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি:

রাজধানীতে মহাসমাবেশে দলীয় নেতাকর্মীর ওপর হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে দেশজুড়ে রোববার সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল এর ডাক দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। পরে জামায়াতে ইসলামী বাংলাদেশও আলাদাভাবে হরতাল পালনের ঘোষণা দেয়।

রোববার (২৯ অক্টোবর) সকাল ৬টা থেকে হরতাল শুরু হয়েছে; চলবে একটানা সন্ধ্যা ৬টা পর্যন্ত। এদিকে সাতকানিয়ায় শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে হরতাল। এ কর্মসূচির সমর্থনে এখনো মিছিল-পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।তবে প্রতিটি পয়েন্টে ও গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছে পুলিশ।

সাতকানিয়া থেকে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও অভ্যন্তরীণ যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

অভ্যন্তরীণ সড়কগুলোতে সিএনজি অটোরিকশাসহ ছোট সব ধরনের যানবাহনই চলতে দেখা গেছে। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসির আরাফাত বলেন, হরতালে মানুষের জান-মালের নিরাপত্তায় পুলিশ তৎপর রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে টহল জোরদার করা হয়েছে বলে জানান তিনি।