ওমর ফারুক
নুরুল কবির, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
ঘুর্ণিঝড় হামুনের আঘাতে চট্টগ্রাম সাতকানিয়া বিভিন্ন এলাকায় এবং বিভিন্ন গ্রামে ক্ষতিগ্রস্ত হয়েছে এরই মধ্যে বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে চার পাচ দিন ধরে বেশ কয়েকটি এলাকার জনগণ অন্ধকারে দিন কাটাছে ভাগান্তিতে শিকার এই বেশ কয়েকটি এলাকার জনগণ তবে এই ভোগান্তির শিকার হওয়ার কারন হচ্ছে ঘুর্ণিঝড় হামুনের আঘাতে বিভিন্ন গাছে ডাল পালা পরে বৈদ্যু লাইন ভেংগে পড়েছে বেশ কয়েকটি বিদ্যৎ লাইনের খুটি যা সশস্কারের জন্য বেশ কয়েকদিন সময় লাগতে পারে বলে জানা যায় বিদু্যৎ লাইন বিচ্ছিন্ন এলাকাগুলো হচ্ছে দক্ষিণ ঢেমশা সিকদার পাড়া কাইমারপাড়া আনছুমিয়াজির পাড়া হাজার খিল চৌমুহনী উচ্ছ বিদ্যালয় নাপিতের চর সহ বিভিন্ন এলাকা।

