ওমর ফারুক
স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশে পেস বোলিংয়ে পরিবর্তনের ছোঁয়া লাগা শুরু করে ওটিস গিবসনের সময় থেকে। গত বছরের মার্চে দায়িত্ব নিয়ে অ্যালান ডোনাল্ড পেস বোলিংয়ে বিপ্লব দেখিয়েছেন। এক সময় দুই পেসার নিয়ে একাদশ সাজাতে ভাবতে হতো বাংলাদেশকে। সেখানে ওয়ানডেতে এখন নিয়মিত তিন পেসার খেলছেন।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশের দলে পেস বোলিং বিপ্লব নিয়ে আলোচনা করেন ডোনাল্ড। তিনি বিশ্বাস করেন, বিদেশে বাংলাদেশের সাফল্যের জন্য ভালো মানের পেসার গুরুত্বপূর্ণ। দেশের ভালো উইকেট ও বাউন্সি পিচ তুলে ধরে বাংলাদেশের সিমারদের রূপান্তরের কথা তুলে ধরেন ডোনাল্ড।
পাঁচ পেসারকে বিশ্বকাপে নিয়ে এসেছে বাংলাদেশ, আরও আছে পাইপলাইনে। ডোনাল্ড রিপোর্ট করেছেন যে পেস বোলিং ইউনিট ভালো পারফর্ম করছে, সাতজন পেসার এবং বেশ কয়েকজন তরুণ পর্যবেক্ষণে রয়েছে।

