ওমর ফারুক
নিউজ ডেস্ক:
বিএনপি-জামায়াতের মতো দলগুলোর তিনদিনের অবরোধের প্রথম দিনে নয়াপল্টনে যান চলাচল স্বাভাবিক ছিল, পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল এবং দলের কোনো নেতাকে দেখা যায়নি।
৩১ অক্টোবর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে তিনদিনের অবরোধে বিএনপির কোনো নেতা-কর্মীকে দেখা যায়নি। ফকিরাপুল এবং নাইটিংগেল জংশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন সহ কঠোর পুলিশ নিরাপত্তা ছিল।
ডিএমপির অতিরিক্ত কমিশনার ফর ক্রাইম অ্যান্ড অপ্স, বি. মাহিদ উদ্দিন বলেছেন, বিএনপির অবরোধ কর্মসূচি থেকে আরও দুর্বৃত্তরা যাতে আবার উঠতে না পারে সেজন্য নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

