ওমর ফারুক
হিরন মিয়া,কেন্দুয়া(নেত্রকোনা)প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের গগডা গ্রামের তবিয়ারগাতীতে গত রবিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে মোঃ আব্দুল হাশেমের ছেলে মোঃ সারোয়ার (১৮) মিয়ার ধারালো ছুরির আঘাতে মোঃ আবুল কাসেমের ছেলে মোঃ আসাদুল মিয়া ওরফে বাদশা (১৮) মারাত্মকভাবে আহত হলে তাকে তারাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং কর্তব্যরত চিকিৎসক বাদশাকে মৃত ঘোষণা করেন ।
মামলা সূত্রে জানা যায়, গত সোমবার নিহতের মা আয়েশা আক্তার বাদী হয়ে মোঃ সারোয়ারকে প্রধান আসামী করে মোট ৬জনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলা দায়ের করেন ।
সোমবার রাতে হত্যা মামলার মূল হোতা মোঃ সারোয়ার (১৮) মিয়াকে গাজীপুরের কাসিমপুর থেকে গ্রেফতার করতে পুলিশ সক্ষম হয়েছে ।
মামলার তদন্তকারী কর্মকর্তা কেন্দুয়া থানার এসআই মোঃ আব্দুল জলিলের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, মামলার ১২ ঘন্টার মধ্যে প্রধান আসামী গ্রেফতার করা হয়েছে । আশা করি বাকীদেরও খুব শীঘ্রই গ্রেফতার করা সম্ভব হবে।
এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ এনামুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বাদশা হত্যা মামলার মূল আসামি সারোয়ারকে গাজীপুরের কাসিমপুর থেকে গ্রেফতার করা হয়েছে।
সে স্বীকারোক্তি দিয়েছে। আমরা রিমান্ড চেয়ে আদালতে প্রেরণের নির্দেশ দিয়েছি। বাকী পাঁচ আসামি গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

