
স্পোর্টস ডেস্ক:
ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে দক্ষিণ আফ্রিকা মানেই যেন অপ্রতিরোধ্য। আগে ব্যাট করতে নেমেই রানের পাহাড় চাপিয়ে দিচ্ছে প্রতিপক্ষের ওপরে। বিশ্বমঞ্চে নিজেদের সপ্তম ম্যাচেও সেই ধারা বজায় রেখেছে প্রোটিয়ারা।
নিউজিল্যান্ডের বিপক্ষে কুইন্টন ডি কক ও রাসি ফন ডার ডুসেনের জোড়া সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৫৭ রানের বড় সংগ্রহ পেয়েছে প্রোটিয়ারা।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেন প্রোটিয়া ওপেনার ডি কক ও বাভুমা।
যাইহোক, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক নবম ওভারে মিচেলের হাতে ধরা পড়েন, কিন্তু ডি কক এবং ভন ডের ডুসেন স্বাভাবিক ক্রিকেট খেলা চালিয়ে যান, শেষ পর্যন্ত কিউই পেসারদের ওপরে উঠে যান।
ডুসেন এবং ডি কক একটি বিধ্বংসী জুটিতে ২০০ রান করেন, ডুসেন ১১৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এবং ডি কক বিশ্বকাপে তার প্রথম সেঞ্চুরি নিয়ে ফিরে আসেন।
শেষ দিকে ডুসেনের ১১৮ বলে ১৩৩ ও মিলারের ৩০ বলে ৫৩ রানের ক্যামিওতে নির্ধারিত ৫০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৩৫৭ রানের পুঁজি পায় প্রোটিয়ারা।
কিউইদের হয়ে দুটি উইকেট শিকার করেন টিম সাউদি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.