
নিউজ ডেস্ক:
সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।বুধবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
গত ১৬ অক্টোবর চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে ১৮ অক্টোবর সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তার বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়।
সোমবার (৩০ অক্টোবর) রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন গণমাধ্যমকে বলেন, সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে রাষ্ট্রপতির শারীরিক অবস্থার বিভিন্ন পরীক্ষা করা হয়েছে।
অস্ত্রোপচারের পর রাষ্ট্রপতির চিকিৎসা ও শারীরিক অবস্থা পরীক্ষা করার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। অনেক রিপোর্ট এবং শারীরিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে রাষ্ট্রপতি বলেছেন। তাদের বিশ্বাস সাহাবুদ্দিন আকাশপথে যেতে পারেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.