ওমর ফারুক
গাজী ইসমাঈল ভাঁওয়ারী, বিশেষ প্রতিনিধি:
০১ নভেম্বর বিকেলে বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী ভাই মরহুম জনাব মোহাম্মাদ হাবিবুর রহমান এর রুহের মাগফেরাত কামনা করে বুধবার বিকালে বাংলাদেশ খেলাফত আন্দোলনের মজলিসে আমেলার সাপ্তাহিক বৈঠকে দোয়া করা হয়। দোয়া করেন দলের আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী।
এতে উপস্থিত ছিলেন খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, ইঞ্জিনিয়ার মুফাসসির হোসাইন, মাওলানা সাইফুল ইসলাম জামালী, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা রুহুল আমিন, মুফতী আবুল হাসান কাসেমী ও মুহাম্মাদ আতিকুল ইসলাম প্রমুখ।

