ওমর ফারুক
বিজয় কর রতন মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা, ঋণ বিতরণ উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার মিঠামইন উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মিঠামইন উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এরশাদ মিয়া।
সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এরশাদ মিয়ার নেতৃত্বে যুব নারী-পুরুষ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা/কর্মচারী ও জনপ্রতিনিধিদের নিয়ে একটি বনার্ঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় যুব ঋণের চেক, প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করা হয়। এসময়, মিঠামইন উপজেলায় যুব প্রশিক্ষণ নিয়ে সফল হওয়া যুব উদ্যোগতা আকলিমা আক্তার ও হাবিবুর রহমান তাদের স্বাবলম্বিতার গল্প শোনান। এছাড়াও, ৩০ জন যুব মহিলাদের সপ্তাহ ব্যাপী সেলাই প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সভাপ্রধান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ এরশাদ মিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাইরুল ইসলাম, উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক সমীর কুমার বৈঞ্চব, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইব্রাহিম মিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মামুন মজুমদার, সাংবাদিক বিজয় কর রতন প্রমুখ

