ওমর ফারুক
শাওন আহমেদ সা’দ, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি:
সৌদি বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো এবং দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির উদ্দেশ্য রিয়াদ চেম্বার অব কমার্স এবং জেদ্দা চেম্বার অব কমার্সের সাথে বিজনেস ডেলিগেশন টিমের দ্বিপাক্ষিক বৈঠকে যোগদান করতে আজ ১লা নভেম্বর ২০২৩ইং বৃহস্পতিবার বাংলাদেশ ছেড়ে সৌদি আরব উদ্দেশ্য যাচ্ছেন আলী হোসেন শিশির( সিআইপি)।
এরই মধ্যে বিএনপির ডাঁকা ৩ দিন অবরোধ কর্মসূচির ২য় দিন চলছে আজ,নরসিংদী সদর-১ আসনের আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ আওয়ামীলীগ শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব আলী হোসেন শিশির (সিআইপি) কর্মীদের নিয়ে ১ম দিনের অবরোধ বিরোধী শান্তি মিছিল সরাসরি উপস্থিত থেকে করতে পারলেও,আজ তাঁর অনুপস্থিতিতেই তাঁর কর্মীগণ অবরোধ বিরোধী কর্মসূচি হিসেবে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী বাসস্ট্যান্ড,পাঁচদোনা বাসস্ট্যান্ড সহ নরসিংদী সদরের মহাসড়কে বাইক শোডাউন করেছে।
একই সঙ্গে যাত্রীরা যেন নিরাপদ ভাবে চলাফেরা করতে পারে, বিএনপি জামাতের কর্মীরা যেন অবরোধে গাড়ি ভাঙচুর করতে না পারে সে দিকে খেয়াল রেখে রাস্তায় অবস্থান করে তাঁরা।
সারাদিন অবরোধ শেষে নরসিংদী সদর-১ এ কোনো প্রকার সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা ঘটার সংবাদ পাওয়া যায়নি,হরতাল ও অবরোধের প্রতিটা দিন আলী হোসেন শিশিরের নেতৃত্বে নরসিংদী সদর বাসীকে শান্তিপূর্ণ ভাবে চলাফেরা করার জন্য মহাসড়কে যেকোনো নৈরাজ্যতা ঠেঁকাতে কাজ করছে তাঁর কর্মীগন।
মাধবদী বাসস্ট্যান্ডে দিয়ে প্রতিদিন যাতায়াত করা কলেজ শিক্ষক প্রফেসর দেলোয়ার হোসেনের কাছে অবরোধ পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,আলী হোসেন শিশির সাহেব তার কর্মীদের নিয়ে সর্বক্ষন আমাদের নিরাপত্তায় কাজ করছে, সবকিছু বিবেচনায় সারাদেশের তুলনায় এই আলী হোসেন শিশিরের জন্য নরসিংদী সদর মায়ের পেটে থাকার সমতুল্য, এখানে কোনো ঝামেলা নেই, আমি প্রতিদিন কান্দাইল থেকে মাধবদী আসি,গতকালও কান্দাইলের কাছাকাছি পাঁচরুখিতে সহিংসতা হয়ে অনেকে আহত হয়েছেন,গাড়ি ভাঙচুর সহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনা হয়েছে,কিন্তু হরতাল গেলো,অবরোধ ২ দিন চলে গেলো এখনও পর্যন্ত নরসিংদী সদরের কোথাও এমন অপ্রীতিকর ঘটনা ঘটতে শোনা যায়নি,এর পিছনে আলী হোসেন শিশিরে এই অবদান, তিনি সবসময় তাঁর কর্মীদের নিয়ে মাঠে আছেন,আজ ওনাকে দেখা যাচ্ছে না,তবুও তাঁর কর্মীরা ঠিকই কাজ করছে,যা সত্যিই প্রশংসনীয়।
অবরোধের আর ১ দিন আছে, শেষ দিনের অবরোধেও শিশিরের অনুপস্থিতিতে তাঁর নেতাকর্মীরা মাঠে থাকবে বলে জানিয়েছে।
বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ২১জন বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে উচ্চ পর্যায়ের একটি বিজনেস ডেলিগেশন টিম,এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মাহবুবুল আলম সাহেবের নেতৃত্বে সৌদি আরব সফর থেকে আলী হোসেন শিশিরের ৯ই নভেম্বর দেশে আসার কথা।
এই সফরে তিনি ওমরা হজ্জ করে আসবেন বলে জানিয়েছেন আমাদেরকে।

