ওমর ফারুক
রিপন কান্তি গুণ, নেত্রকোনা সদর প্রতিনিধি:
গত ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে বিএনপির ডাকা মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে নেত্রকোনায় জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ (১ নভেম্বর) বুধবার বেলা সাড়ে ১১ টায় নেত্রকোনা পৌর শহরের মোক্তারপাড়া প্রেসক্লাবের সামনে জেলা প্রেসক্লাবের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন পালিত হয়েছে। এতে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা প্রেসক্লাবের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, এনটিভি ষ্টাফ রিপোর্টার ভজন দাস, সাংবাদিক সুজাদুল ইসলাম ফারাসসহ আরও অনেকেই।
এ সময় বক্তারা, এ ন্যাক্কারজনক হামলার ঘটনার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতারসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এছাড়াও মানববন্ধন চলাকালে সাংবাদিকরা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা এবং মোবাইল ক্যামেরা ছিনিয়ে নেয়ার ঘটনা সাংবাদিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে। সাংবাদিকরা সমাজ ও দেশের মানুষের জন্য কাজ করেন। দায়িত্ব পালন করতে গিয়ে তারা এখন নিরাপত্তাহীনতায় ভূগছেন।

