ওমর ফারুক

মোঃ আশিকুর রহমান, আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:

আজমিরীগঞ্জ উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মোবারক হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগপত্রে দেখা যায় ইউ আর সি ‘ র বিভিন্ন ট্রেনিংয়ে অনিহা প্রকাশ ও ঠিক মতো ট্রেনিংয়ের ব্যাগ ও অন্যান্য সামগ্রী দেওয়া হয় না।

বেশির ভাগ সময় অনুপস্থিত থাকেন কর্মস্থলে ইন্সট্রাক্টর মোবারক হোসেন । প্রশিক্ষণার্থীদের সাথে দুর্ব্যাবহার সহ বিভিন্ন অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষকবৃন্দ ।

পত্রে দেখা যায় শিক্ষাক্রম বিস্তরন বিষয়ক প্রশিক্ষণ ২০২৩ এর প্রথম ব্যাচের অংশ গ্রহনকারীরা বিল তুলার জন্য ভাউচার নিয়ে হিসাব রক্ষন অফিসারের নিকট গেলে পূর্বের বিষয়ভিত্তিক প্রশিক্ষণের ৩ ব্যাচ এর বিল ( বাংলা ১টি ও গনিত ২টি যা গ্রহণ করা হয়নি ) সমন্নয় না করার কারনে বিল দেওয়া যাবে না বলে জানান হিসাব রক্ষক ।

শিক্ষকরা জানান আমরা বঞ্চিত হচ্ছি বিভিন্ন ট্রেনিং থেকে যার ফলে ব্যাহত হচ্ছে প্রাথমিক শিক্ষা কার্যক্রম। এ বিষয়ে উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মোবারক হোসেনের সাথে মুঠোফোনে আলাপ করা হলে তিনি বলেন এ বিষয়ে আমি কোন বক্তব্য দিতে পারবো না।